State

ছাত্রীর রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Published by
News Desk

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়িয়ার বোড়ালে। মৃত ছাত্রীর নাম মনীষা সাহা। পুলিশের প্রাথমিক অনুমান ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে। কিন্তু কেন এই পদক্ষেপ তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়।

মনীষার পরিবারের তরফে জানানো হয়েছে, গত রবিবার সন্ধেয় ওই ছাত্রীর মা বাজারে গিয়েছিলেন। সেই সময়ে মনীষা বাড়িতে একা ছিল। ঘণ্টা খানেক পর বাজার থেকে বাড়ি ফিরে মনীষার মা দেখেন মেয়ের ঘর ভিতর থেকে বন্ধ। ডাকলে সাড়াও দিচ্ছে না। অগত্যা আশপাশের বাসিন্দাদের ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে সকলে দেখেন মনীষা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাহা পরিবারে এখন শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk