State

গাড়ির চালকের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক, ব্যবসায়ীকে খুনের অভিযোগ

Published by
News Desk

বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আটুরিয়া গ্রামে। পুলিশের কাছে মৃতের পরিবারের অভিযোগ, মৃত ব্যবসায়ী সৌভিক ঘোষের স্ত্রী পিয়ার সঙ্গে তাঁদের গাড়ির চালক সন্তু ঘোষের অবৈধ সম্পর্ক ছিল।

সৌভিক-পিয়ার বিয়ে হয়েছে ৫ বছর হল। সম্প্রতি সন্তুর সঙ্গে স্ত্রী পিয়ার অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন সৌভিক। তারপর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে। প্রায়শই অশান্তি লেগে থাকত। কালীপুজোর দিনও নাকি এই নিয়ে অশান্তি হয়। ঝগড়ায় সেদিন উপস্থিত ছিল সন্তুও। এরপর রাতে বেশ কিছুক্ষণ পাড়ার কালীপুজোর প্যান্ডেলে কাটান সৌভিক। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ ছিল না। অবশেষে তাঁর বাড়ির একতলার গ্যারাজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগক্রমে পুলিশ সন্তু ঘোষ ও মৃতের স্ত্রী পিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Share
Published by
News Desk