State

ঝড়-বৃষ্টিতে মাঠে নষ্ট ধান-সবজি, মাথায় হাত কৃষকদের

Published by
News Desk

শেষ কদিনে নিম্নচাপ যে শুধু উৎসবের মেজাজেই জল ঢেলে দিয়েছে তাই নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফসলেরও ব্যাপক ক্ষতি করেছে। নদিয়া, বাঁকুড়ায় খেত ভরা পাকাধান ঝোড়ো হাওয়ার দাপট আর নাগাড়ে বৃষ্টির জেরে নুইয়ে পড়েছে। ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

একই অবস্থা বর্ধমানেরও। এখানেও ধান চাষের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। হুগলির হরিপাল জুড়েও ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান পেকে তোলার সময় এগিয়ে আসছে। তার আগে এই অকাল ঝড় বৃষ্টি চাষের যে ক্ষতি করল তাতে অনেক কৃষকের মাথায় হাত।

শুধু ধানই নয়, ক্ষতি হয়েছে প্রচুর আনাজের। মাঠেই নষ্ট হয়েছে আনাজ। ফলে আনাজের যোগানেও টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা দিনের শেষে দাম বাড়ার ইঙ্গিতই বহন করছে।

Share
Published by
News Desk