State

অপমানে আত্মঘাতী যৌন হেনস্থার শিকার ছাত্রী

Published by
News Desk

কীটনাশক খেয়ে আত্মহত্যা করল যৌন হেনস্থার শিকার এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানা এলাকায়। অভিযোগ, গত শুক্রবার পড়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেই সময়ে তাকে ফোন করে ডাকে তাদেরই প্রতিবেশি এক যুবক। পরিচিতির কারণে সরল বিশ্বাসে ওই যুবকের বাড়ি যায় ওই ছাত্রী।

অভিযোগ সেখানে কার্তিক বিশ্বাস নামে ওই যুবকের হাতে যৌন হেনস্থার শিকার হয় সে। এরপর বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। ঘটনার কথা জানাজানি হতেই পাড়ার লোকজন অভিযুক্ত প্রতিবেশির বাড়িতে ভাঙচুর চালান। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Share
Published by
News Desk