State

কালীপুজোর চাঁদার জুলুম, প্রাণ গেল বৃদ্ধের

Published by
News Desk

হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় চাঁদার জুলুমে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনার জেরে স্থানীয় ক্লাবের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে।

অভিযোগ ৬৬ বছরের দুলাল সেনের হাতে কালীপুজোর চাঁদা বাবদ ১ হাজার টাকার বিল ধরায় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য। দুলালবাবু তা দিতে অস্বীকার করায় শুরু হয় বচসা। বচসা চলাকালীন দুলালবাবুর সঙ্গে ধাক্কাধাক্কি হয় ক্লাব সদস্যদের। ধাক্কায় বৃদ্ধ দুলাল সেন মাটিতে আছাড় ছেয়ে পড়েন। মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই দুলাল সেনের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ক্লাবের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk