Categories: State

সৌরভ হত্যা মামলা, পিছল সাজা ঘোষণা

Published by
News Desk

বামনগাছির সৌরভ চৌধুরী হত্যা মামলায় দোষী সাব্যস্তদের শাস্তি ঘোষণা পিছিয়ে দিলেন বিচারক। শনিবার সাজা ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ১৯ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন সকালে মামলার সাজা ঘোষণাকে কেন্দ্র করে বারাসত আদালত চত্বরে বহু মানুষ ভিড় জমান। প্রথমে দোষী সাব্যস্তদের একে একে ডেকে কথা বলেন বিচারক। তারপর দুই পক্ষের আইনজীবীর কাছ থেকে বক্তব্য শুনতে চান। দোষীদের পক্ষের আইনজীবী এই মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে না নেওয়ার আর্জি জানান। এরমধ্যেই কিছুক্ষণের জন্য আদালতে লোডশেডিং হয়ে যায়। পরে বিদ্যুত এলে বিচারক জানান, ১২ জন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের প্রত্যেকের সাজা ঘোষণার জন্য নিয়মমাফিক কাগজপত্র তৈরি করতে তাঁর কিছুটা সময়ের প্রয়োজন। তাই সাজা ঘোষণা হবে ১৯ এপ্রিল।

Share
Published by
News Desk