State

মা-মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার, প্রতিবেশিদের আঙুল স্বামীর দিকে

Published by
News Desk

পুলিশকর্মী প্রভাত রায়ের সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। বেশ কয়েকবছর ধরেই তাঁদের মধ্যে এই সম্পর্ক রয়েছে। সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিনিই তাঁর স্ত্রী ও মেয়েকে খুন করেছেন। হুগলির চুঁচুড়ার রবীন্দ্রপল্লীতে এদিন এমনই অভিযোগ করে ফেটে পড়েন প্রতিবেশিরা।

এদিন সকালেই ওই পুলিশকর্মীর স্ত্রী ও তাঁর ৭ বছরের মেয়ের রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সেই সময়েই প্রতিবেশিদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশকর্মীরা। প্রতিবেশিদের দাবি, এই খুন করেছেন মৃতার স্বামীই। তাই তাকে আগে ধরে আনতে হবে। যদিও পুলিশ তার নিজের মত করে তদন্ত শুরু করেছে। খুনের পিছনে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts