State

মোর্চার প্রতিষ্ঠা দিবসে কার্যত বিনয়ের দখলে দলীয় কার্যালয়

Published by
News Desk

২০০৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চা প্রতিষ্ঠা করেছিলেন বিমল গুরুং। সেই মোর্চার প্রতিষ্ঠা দিবসেই এদিন খোঁজ পাওয়া গেল না বিমল গুরুংয়ের। বরং মোর্চার দলীয় কার্যালয় এদিন কার্যত দখলে নিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত বিনয় তামাং। এদিন তিনি ও তাঁর সমর্থকেরা মোর্চার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। সরিয়ে ফেলা হয় বিমল গুরুংয়ের যাবতীয় ছবি। তাঁর জিনিসপত্রও সরিয়ে দেওয়া হয়।

গ্রেফতারি এড়াতে গোপন ডেরায় লুকিয়ে আছেন বিমল গুরুং। তিনি কোথায় তা কারও জানা নেই। পুলিশের একাংশের ধারণা বিমল গুরুং সিকিমের কোথাও লুকিয়ে আছেন। এই প্রথম মোর্চার প্রতিষ্ঠা দিবস পালিত হল অথচ প্রতিষ্ঠাতা বিমল গুরুংকেই কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রশ্ন উঠছে তবে কি এবার দলেই গুরুত্বহীন হয়ে পড়লেন বিমল গুরুং।

যেভাবে এদিন মোর্চা সমর্থকেরা প্রতিষ্ঠা দিবস পালন করলেন কিন্তু বিমল গুরুংয়ের নাম উচ্চারণ করলেন না সেক্ষেত্রে তেমন ইঙ্গিতই পরিস্কার বলে মনে করছেন অনেকে।

Share
Published by
News Desk

Recent Posts