State

গরুপাচারকারীদের সংঘর্ষ, মাঝে পড়ে আহত অষ্টম শ্রেণির ছাত্র

Published by
News Desk

মালদহের হবিবপুর। গরুপাচারকারীদের দৌরাত্ম্য এখানে নতুন নয়। প্রায়শই তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটও লেগে থাকে। ঠিক যেমন হয়েছিল এদিন। গুরুপাচারকারী ২ গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ শুরু হয়। চলে গুলিও। একে অপর পক্ষকে লক্ষ্য করে গুলিযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তারই মাঝে পড়ে যায় অষ্টম শ্রেণির ছাত্র রাজু সরকার।

সাতে পাঁচে না থাকা ওই ছাত্রের অপরাধ সে দুর্ভাগ্যবশত এসে পড়েছিল এর মাঝে। তার খেসারত দিতে হল তাকে। গুলিতে আরও ২ গ্রামবাসী আহত হয়েছেন। ৩ জনই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk