State

তর্পণ করতে গিয়ে দামোদরে তলিয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটকের দাদা

Published by
News Desk

মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে এদিন সকাল থেকেই বিভিন্ন নদীর তীরে মানুষের ভিড়। পশ্চিম বর্ধমানের হীরাপুরে দামোদরে তর্পণ করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক। হঠা‌ৎই দামোদরের জলে তলিয়ে যান অসীমবাবু। আশপাশের লোকজন যখন বুঝতে পারেন অসীমবাবু তলিয়ে গেছেন, ততক্ষণে অনেকটা দেরী হয়ে গেছে। ফলে তাঁরা আর অসীমবাবুকে উদ্ধার করতে পারেননি।

পরে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে উদ্ধারকাজ শুরু হয়। দামোদর তোলপাড় করেও বিকেল পর্যন্ত অসীমবাবুর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পরিবারের প্রায় সকলেই দামদরের ঘাটে হাজির হন।

Share
Published by
News Desk