State

মেদিনীপুরে ছাত্রীকে দেবীজ্ঞানে পুজো

Published by
News Desk

অসুস্থতার কারণে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি ছিল দশম শ্রেণির এক ছাত্রী। কিন্তু সোমবার সকালে সেই ছাত্রীর কাণ্ডকারখানা দেখে তাকে দেবীজ্ঞানে পুজো করতে শুরু করলেন হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা। রীতিমত ধূপ, ধুনো দিয়ে ভক্তিভরে শুরু হয় ওই কিশোরীর পুজো। কী হয়েছিল?

সূত্রের খবর, সোমবার সকালে ওই কিশোরী হঠাৎ হাসপাতাল চত্বরে গড়াতে থাকে। গড়াতে গড়াতে পৌঁছে যায় হাসপাতালের গেটের কাছে একটি মনসা মন্দিরের সামনে। যাঁদের সামনে এই ঘটনা ঘটে তাঁদের সিংহভাগই মনে করতে শুরু করেন ওই কিশোরীর মধ্যে দেবীর আবির্ভাব হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় ওই কিশোরীর পুজো। পরে যদিও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। ছাত্রীর চিকিৎসা শুরু হয়েছে।

Share
Published by
News Desk