State

তার দিয়ে ঘুড়ি ওড়ানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক

Published by
News Desk

বিশ্বকর্মা পুজোর দিন আকাশে রংবাজি কে না চায়। কিন্তু তা করতে গিয়ে অসাবধানতা যে কতটা ভয়ংকর চেহারা নিতে পারে তা এক ব্যক্তির মৃত্যু দিয়ে প্রমাণ হয়ে গেল। আশপাশের সকলকে তাক লাগিয়ে দিতে তারের সুতো ব্যবহার করছিলেন গড়িয়ার বাসিন্দা সঞ্জীব কুমার দাস। বিশ্বকর্মা পুজোর বিকেল। আকাশে ঘুড়ির মেলা বসেছে। সেখানে তারের সুতো সব সুতো থেকে আলাদা। তাকে কাটা মাঞ্জা দেওয়া সুতলি সুতোর কম্ম নয়।

সেই তার দিয়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন সঞ্জীববাবু। সঙ্গে ছিল ৬ বছরের মেয়ে ও বাড়ির অন্যরা। আচমকাই একটি হাইটেনশন তারে সুতো লটকে যায়। আর সেই তার বয়ে আনে মৃত্যু। তার বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় উচ্চমাত্রার বিদ্যুৎ এসে ধাক্কা মারে সঞ্জীববাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাড়ির কয়েকজনও আহত হয়েছেন। একটা অসাবধানতা পুজোর দিনে দাস পরিবারে মর্মান্তিক শোকের পরিবেশ বয়ে আনল।

Share
Published by
News Desk