State

অন্তরালে থেকে হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং

Published by
News Desk

বন্‌ধ উপেক্ষা করে শেষ কয়েকদিনে পাহাড় স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু এদিন বিমল গুরুংয়ের হুঁশিয়ারির পর ‌ফের পাহাড়ে থমথমে পরিস্থিতি। বিমল গুরুং এদিন একটি অডিও বার্তায় দার্জিলিংয়ের মানুষকে বন্‌ধের সমর্থনে রাস্তায় বার হওয়ার আহ্বান জানিয়েছেন। পাহাড় পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক না হলে অবস্থা আরও খারাপ হবে বলেও রাজ্য সরকারের দিকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন বিমল গুরুং।

আপাতত গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছেন তিনি। কোথায় রয়েছেন তা পরিস্কার না হলেও, রাজ্য পুলিশের ধারণা বিমল গুরুং সিকিমেই লুকিয়ে। আর তাঁকে এই আত্মগোপনে সাহায্য করছে সিকিম সরকার।

Share
Published by
News Desk