State

মহিলাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে কাচের বোতল

Published by
News Desk

পাশবিক বললেও কম বলা হয়। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা এক মহিলা হাসপাতালের বেডে শুয়ে যে অভিযোগ করলেন তাতে রাগে, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাত দেড়টা নাগাদ যখন ওই মহিলা ঘরে শুয়ে ছিলেন তখন স্থানীয় এক যুবক তার ২ বন্ধুকে নিয়ে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই ওই মহিলার মুখ বেঁধে দেয় তারা। তারপর ৩ জনে তাঁকে ধর্ষণ করে। গণধর্ষণের পর ওই মহিলার যৌনাঙ্গে কাচের বোতল ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর যুবকরা চম্পট দেয়।

মহিলার মেয়ে পাশের ঘর থেকে এসে দেখে মায়ের এই অবস্থায়। মাঝরাতেই পাড়াপড়শিকে জাগিয়ে ঘটনার কথা জানায় মেয়ে। প্রতিবেশিরাই পুলিশে খবর দেন। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে।

Share
Published by
News Desk