Categories: State

কংগ্রেসকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, কাঠগড়ায় পুলিশ

Published by
News Desk

মুর্শিদাবাদের কান্দিতে এক কংগ্রেসকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ তৃণমূলের প্ররোচনায় পুলিশি হেনস্থার জেরেই আত্মহত্যা করেছেন ওই মহিলা। মৃতার পরিবারের দাবি, সোমবার রাতে কান্দি থানার এএসআই বাড়ি এসে তাঁর স্বামী কংগ্রেসকর্মী হাজিজুল হকের খোঁজ করেন। হাজিজুলকে না পেলে তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের। পুলিশের এই ব্যবহারকে হেনস্থা হিসাবেই নেন হাজিজুলের স্ত্রী। তিনি পুলিশকে জানিয়ে দেন এভাবে চাপ তৈরি করতে থাকলে তাঁর আত্মহত্যা ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকবে না। হাজিজুল হকের দাবি, তাঁকে তৃণমূল করতে চাপ দেওয়া হচ্ছিল। তা না মানায় তাঁকে বিভিন্নভাবে সমস্যায় ফেলার চেষ্টাও হচ্ছিল। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে কোনও চাপ তৈরির কথা অস্বীকার করা হয়েছে। জেলা তৃণমূলের দাবি, তাদের দল এই জেলায় দুর্বল। সেখানে তাদের চাপ তৈরির সুযোগ কোথায়।

Share
Published by
News Desk