State

৮৯ দিন পর পাহাড়ে চালু বাস

Published by
News Desk

পাহাড়ে অবশেষে চালু হল বাস পরিষেবা। শিলিগুড়ি থেকে কালিম্পং-এর উদ্দেশে এদিন বাস পরিষেবা চালু করা হয়। বাসে ভিড়ও হয়েছিল। তবে কোনও ঝুঁকি নেয়নি প্রশাসন। বাসটিকে কড়া পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৮৯ দিন, অর্থাৎ ৩ মাস বাস পরিষেবা বন্ধ থাকার পর ফের বাস চালু হওয়ায় খুশি পাহাড়বাসী।

এদিকে বিমল গুরুং, বিনয় তামাং সংঘাতের মধ্যেই পূর্ব নির্ধারিত সূচি মেনে পাহাড় সমস্যা মেটাতে আগামী মঙ্গলবার উত্তরকন্যায় মোর্চা সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের দিকে চেয়ে আছেন সকলে। পাহাড়কে সচল করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Share
Published by
News Desk