State

গলায় ফাঁস লেগে মৃত ছাত্রী, সিরিয়ালের প্রভাব? তদন্তে পুলিশ

Published by
News Desk

ছোট থেকেই ফাঁস লেগে কীভাবে মৃত্যু হয় তা নিয়ে কৌতূহল ছিল তার। বারবার মাকে আত্মহত্যা নিয়ে নানা প্রশ্নও করত সে। টিভিতে ক্রাইম সিরিয়াল হলে তো কথাই নেই। সেখান থেকে তাকে নড়ানো যাবে না। যদিও এসব কিছুই তার বয়সের জন্য অস্বাভাবিক। বয়স মাত্র ৭ বছর। এত ছোট বয়সে এসব বিষয়ে কৌতূহল অভিভাবকদেরও বিচলিত করত। কিন্তু মেয়ের এই প্রবণতা যে এমন মারাত্মক হবে তা বোধহয় বাড়ির কেউ কল্পনাও করতে পারেননি।

গত বৃহস্পতিবার বিকেলে ছেলে-মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা একটু কাজে বেরিয়েছিলেন। জলপাইগুড়ির অরবিন্দ গ্রামের বাসিন্দা ওই দম্পতি বাড়ি ফিরে আঁতকে ওঠেন। দেখেন প্রথম শ্রেণির ছাত্রী মেয়েটি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সিরিয়ালে যেমন দেখায় তা নকল করতে গিয়েই এই ঘটনা বলে দাবি করছেন হতভাগ্য দম্পতি। পুলিশ দেহ উদ্ধার করেছে। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk