State

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থেকে যুবকের আত্মহত্যা, গ্রেফতার প্রেমিকা

Published by
News Desk

বাড়ি আসা যাওয়া। মেলামেশা। সবই ঠিকঠাক চলছিল। অনেকক্ষেত্রে যেমন লুকিয়ে প্রেমের ঘটনা ঘটে, এক্ষেত্রে তাও ছিলনা। বরং হাবড়ার বাসিন্দা সুজয় মণ্ডলের পরিবার কার্যত মেয়েটিকে মেনেও নিয়েছিল। কিন্তু সেই সুজয় মণ্ডলই প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থেকে লাইভে আত্মহত্যা করে দেখাল। গত বুধবার বিকেলে তার ঘরে সুজয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। কিন্তু কেন এই আত্মহত্যা?

শোকার্ত সুজয় মণ্ডলের পরিবারের দাবি, সুজয়ের প্রেমিকা কিছুদিন হল অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। সুজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে সে বেরিয়েও আসতে চাইছিল। কিন্তু সুজয়ের তাতে আপত্তি ছিল। তাঁদের দাবি, সুজয়ের প্রেমিকার প্ররোচনাতেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ মৃতের প্রেমিকাকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে।

Share
Published by
News Desk