State

৩ তালাকের পরও বাড়ি না ছাড়ায় স্ত্রীর নাক কাটল স্বামী

Published by
News Desk

সুপ্রিম কোর্ট ৩ তালাক নিষিদ্ধ করেছে। কিন্তু শীর্ষ আদালতের সেই রায়কে বাস্তবায়িত করা যে কতটা কঠিন তা প্রমাণ হল মালদহের কালিয়াচকে। কালিয়াচক সুলতানগঞ্জের ঘটনা। কিছুদিন আগেই ৩ তালাক দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল হাসু শেখ। বীরদর্পে তৃতীয় বিয়েটি সেরে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে হাজিরও হয়েছিল। কিন্তু তারপরও বাড়ি ছাড়তে নারাজ দ্বিতীয় স্ত্রী।

এই ‘আস্পর্ধা’ সহ্য করতে না পেরে স্ত্রীকে উপযুক্ত সাজা দিতে তাঁর নাক কেটে নিল স্বামী। ধারালো অস্ত্রের কোপে নাক কাটা যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ শুধু হাসু শেখ নয়, তার বাড়ির অন্য ৬ সদস্যও ওই মহিলার ওপর চড়াও হয়। হাসু শেখকে খুঁজছে পুলিশ।

Share
Published by
News Desk