State

পাহাড়ে শান্তি ফেরাতে বিনয়ের মোমবাতি মিছিল

Published by
News Desk

পাহাড়ে একদিকে যেমন বিমল গুরুংপন্থীরা মিছিল করে বন্‌ধের পক্ষে গলা ফাটাচ্ছেন। তেমনই অন্যদিকে বিমল গুরুং বিরোধী হিসাবে পরিচিতি পাওয়া বিনয় তামাং পন্থীরা পাহাড়ে বন্‌ধ তুলে শান্তি ফিরিয়ে জনজীবন স্বাভাবিক করতে রাস্তায় নামছেন। মঙ্গলবারের পর বুধবারও দার্জিলিংয়ের রাস্তায় নামেন বিনয় তামাং পন্থীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন স্বয়ং বিনয় তামাং। হাতে ছিল মোমবাতি। গোটা মিছিলটাই ছিল মৌন মিছিল। বিনয়ের দাবি পাহাড়ে শান্তি ফেরাতেই তাঁর এই উদ্যোগ। পাহাড়ে শান্তি ফেরাতে তাঁর এই আন্দোলন চলবে।

প্রসঙ্গত পাহাড়ে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে এসে মোর্চার দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন বিনয়। তিনিই ছিলেন মোর্চার মুখ। সেই বিনয় তামাং পাহাড়ে ফিরে ঘোষণা করেন ১২ দিনের জন্য বন্‌ধ প্রত্যাহারের কথা। এতেই আগুনে ঘৃতাহুতি পড়ে। বিমল গুরুং পাল্টা জানান, বন্‌ধ উঠছে না। বন্‌ধ যেমন চলছে চলবে। এতেই দ্বিধাবিভক্ত হয়ে যায় মোর্চা। শুরু হয় পাহাড়ে নতুন সমীকরণ।

Share
Published by
News Desk