State

মেয়েকে কটূক্তি, প্রতিবাদ করায় বাবাকে ধারালো অস্ত্রের কোপ

Published by
News Desk

শেষ ২ মাস ধরে টানা চলছিল উত্যক্ত করা। রাস্তায় বার হলেই নানা কটূক্তি শুনতে হচ্ছিল নবম শ্রেণির ছাত্রীটিকে। বাড়িতে সব কথা জানিয়েও ছিল সে। অভিযোগ গত সোমবার রাতে ওই ছাত্রী যখন বাবার সঙ্গে ফিরছিল, তখন ফের স্থানীয় যুবক রাহুল শেখ ওই ছাত্রীকে বাবার সামনেই উত্যক্ত করার চেষ্টা করে। রুখে দাঁড়ান বাবা। কড়া কথাও শোনান রাহুল ও তার সাগরেদদের।

তখনকার মত সব মিটে গেলেও এদিন সকালে রাস্তা ওই ছাত্রীর বাবাকে একা পেয়ে তাঁকে ঘিরে ধরে রাহুল ও তার দলবল। অভিযোগ এরপর তাঁকে রাস্তায় ফেলে মারধর করে মাথায় হাঁসুয়ার কোপ মেরে পালায় তারা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদহের বৈষ্ণবনগরের এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। রাহুল শেখ সহ যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তারা সকলেই পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk