State

বাঁকুড়ায় উদয়নকাণ্ডের ছায়া, মাটি খুঁড়ে উদ্ধার কঙ্কাল

Published by
News Desk

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে দেহ উদ্ধার। পরপর এমন ঘটনার সমাধান করায় রীতিমত হাত পাকিয়ে ফেলছে বাঁকুড়া পুলিশ। কিছুদিন আগে বাঁকুড়ার মেয়ে আকাঙ্ক্ষা শর্মাকে ভোপালের সাকেতনগরের বাড়িতে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল তার প্রেমিক উদয়ন দাস। একটা বেদীও বানিয়েছিল। যা ভেঙে আকাঙ্ক্ষার কঙ্কাল উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার ছায়া আবার সেই বাঁকুড়াতেই।

পুলিশ সূত্রের খবর, ২০১৪ সালে বাঁকুড়ার মেয়ে পূজা বাউরির সঙ্গে বিয়ে হয় বর্ধমানের মুলুকচাঁদ সেনের। বিয়ের কিছুদিনের মধ্যেই বেপাত্তা হয়ে যান পূজা বাউরি। পূজার পরিবারের তরফে মুলুকচাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকেই বেপাত্তা ছিল মুলুকচাঁদ। কিছুদিন আগেই তাকে পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

মুলুকচাঁদের বাড়ি থেকে কিছু দূরে তার আত্মীয়ের বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার হয় পূজা বাউরির কঙ্কাল। যখন পূজা বাউরিকে হত্যা করে সেখানে মুলুকচাঁদ পুঁতে দিয়েছিল তখন বাড়িটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। ফলে তার সুবিধা হয়েছিল। এখন উদ্ধার হওয়া কঙ্কাল পূজা বাউরিরই কিনা তা জানতে তা ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk