State

পাহাড়ে দোকানপাট খুলতে চাইলে মিলবে পুলিশি সুরক্ষা, জানালেন হুমায়ূন কবির

Published by
News Desk

গত সোমবার বন্‌ধ উপেক্ষা করে মিরিক, কার্শিয়ংয়ে কিছু দোকানপাট খুলতে দেখা গিয়েছিল। সেই পরিস্থিতিকে আরও স্বাভাবিক করে তুলতে এগিয়ে এল পুলিশ প্রশাসন। দার্জিলিং রেঞ্জের ডিআইজি হুমায়ূন কবির সব ব্যবসায়ীকে আশ্বস্ত করে জানিয়েছেন, যদি কেউ দোকান খুলতে ইচ্ছুক হন, তাহলে তিনি নিশ্চিন্তে দোকান খুলতে পারেন। পুলিশের তরফে তাঁকে যাবতীয় সুরক্ষা প্রদান করা হবে। এদিনও পাহাড়ে টুকটাক কিছু দোকান খুলেছে।

এদিকে মিরিকের ২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুনম বিশ্বাসের বাড়ি থেকে এদিন একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Share
Published by
News Desk