State

বন্‌ধ উপেক্ষা করে পাহাড়ে খুলছে দোকানপাট

Published by
News Desk

পাহাড়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর জিলেটিন স্টিক লুঠ হয়। তারপর থেকেই সেইসব জিলেটিন স্টিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন লেবং-এ তল্লাশি চালায় পুলিশ। সেখানে এক মোর্চা সমর্থকের বাড়ি থেকে বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার হয়। তবে এগুলি সেই খোয়া যাওয়া জিলেটিন স্টিক কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ওই মোর্চা সমর্থককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লেবংয়ে অন্য কয়েকটি বাড়ি থেকেও বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধার হয়েছে।

এদিকে বিনয় তামাং বন্‌ধ ১২ দিনের জন্য তুলে নেওয়ার ঘোষণা করলেও বিমল গুরুংরা জানিয়ে দেন বন্‌ধ উঠছে না। বন্‌ধ যেমন চলছে তেমন চলবে। তারপর থেকে বন্‌ধ যেন আরও বৃহৎ আকার নিয়েছিল পাহাড়ে। গত রবিবার বন্‌ধের বিরোধিতা করে কার্শিয়ংয়ে মোমবাতি মিছিল করে তৃণমূল। এদিন সকালে দেখা যায় মিরিক ও কার্শিয়ংয়ের কয়েকটি জায়গা সামান্য হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে। খুলছে দোকানপাট।

Share
Published by
News Desk