State

পাহাড়ে ফের আইইডি বিস্ফোরণ, এবার ছ’মাইলে

Published by
News Desk

পাহাড়ে আইইডি বিস্ফোরণ এখন হামেশার ঘটনায় পরিণত হয়েছে। রবিবার ভোরের দিকে দার্জিলিংয়ের ছ’মাইলে ফের আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় একটি পুলিশ ফাঁড়ি। বারবার পুলিশ ফাঁড়িকেই টার্গেট করা হচ্ছে। পুলিশ আইইডি বিস্ফোরণের কথা মেনে নিয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে স্প্লিনটার হিসাবে লোহার খণ্ড ব্যবহার করা হয়েছে।

শক্তিশালী বিস্ফোরণে ঝলসে গেছে একটা গোটা পুলিশ ফাঁড়ি। পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে বেশ কয়েকজন দুষ্কৃতীর হাত রয়েছে। মোর্চার তরফে কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এর আগেও পাহাড়ে আইইডি বিস্ফোরণের দায় অস্বীকার করেছে মোর্চা।

Share
Published by
News Desk