State

নলহাটিতে উদ্ধার দম্পতির দেহ

Published by
News Desk

বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হল দম্পতির দেহ। এদিন সকালে নলহাটির জুঙ্গুলগ্রাম থেকে উদ্ধার হয় দেহ দুটি। মৃত দম্পতির মধ্যে স্ত্রী চায়না মালের দেহ বিছানায় পড়ে ছিল। স্বামী জয়দেব মালের দেহ ঝুলছিল সিলিং থেকে। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।

বাড়িতে একটি পোষা কুকুর ছিল। সেটিরও দেহ উদ্ধার হয়েছে পাশ থেকে। ঠিক কী কারণে মৃত্যু তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চেষ্টা করছে পুলিশ।

Share
Published by
News Desk