State

‘পরী’-র সেটে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১ টেকনিশিয়ান

Published by
News Desk

অনুষ্কা শর্মার নির্মীয়মাণ ছবি পরীর শ্যুটিং বেশ কয়েকদিন ধরেই চলছে কলকাতা ও তার আশপাশে। ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ছবির প্রয়োজক অনুষ্কা শর্মা নিজেই। রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর মত কলাকুশলীরা। গত মঙ্গলবার রাতে ভোজেরহাটের করোলবেড়িয়ার কালীতলা এলাকায় শ্যুটিং চলছিল।

সূত্রের খবর, এই সিনেমার টেকনিশিয়ানদের অনেকেই মুম্বইয়ের বলিউডের লোক। তাঁদেরই একজন লাইট বিভাগের কর্মী শাহ আলম এদিন বৃষ্টিতে ভেজা অবস্থায় বিদ্যুতের তারে কাজ করতে মইতে ওঠেন। কিন্তু প্লাস দিয়ে তার কাটতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন শ্যুটিং চলছিল। অনুষ্কা শর্মাই ওই ব্যক্তির অবস্থা দেখে চেঁচিয়ে ওঠেন। ইউনিটে শুরু হয় ছোটাছুটি। শ্যুটিং বন্ধ করে হোটেলে ফিরে যান অনুষ্কা।

Share
Published by
News Desk