State

নার্সের মৃত্যু ঘিরে নার্সদের বিক্ষোভ

Published by
News Desk

মেদিনীপুর মেডিক্যাল কলেজেই নার্স হিসাবে কর্মরত ছিলেন তিনি। গত শুক্রবার অসুস্থ বোধ করায় হাসপাতালেই চিকিৎসককে দেখান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বেশ কিছু পরীক্ষা ও এমআরআই করতেও পরামর্শ দেন। এরপর ওই হাসপাতালেই ভর্তি হন তৃপ্তি বৃন্দা নামে ওই নার্স। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁর সহকর্মী নার্সেরা।

হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, চিকিৎসায় গাফিলতিই তাঁদের সহকর্মীর প্রাণ কেড়ে নিল। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, যদি ওই হাসপাতালে কর্মরত এক নার্সই ঠিকঠাক চিকিৎসা না পান, তাহলে সাধারণ মানুষ কী প্রত্যাশা করবে? দোষীদের শাস্তির দাবিতে নার্সদের বিক্ষোভ গড়ায় বেলা পর্যন্ত।

Share
Published by
News Desk