State

তান্ত্রিকের ঘরের মেঝের তলা থেকে মিলল ১০ মাসের শিশুর দেহ

Published by
News Desk

হুগলির খানাকুলের উদনা গ্রাম। এখানেই এক তান্ত্রিকের ঘর থেকে এদিন সকালে পচা গন্ধ পান প্রতিবেশিরা। উগ্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশে এসে ওই ঘরে হানা দিয়ে চমকে ওঠে। তান্ত্রিকের ঘরের মেঝেতে পোঁতা রয়েছে একটি ১০ মাসের দুধের শিশু। ইতিমধ্যেই সেই ছোট্ট দেহে পচন ধরে গেছে।

পুলিশ সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের এক দম্পতি তাঁদের ১০ মাসের শিশুটিকে সুস্থ করে তুলতে এই তান্ত্রিকের কাছে এসেছিলেন। ৩ দিন আগে ওই শিশুটিকে তার কাছে রেখে যাওয়ার কথা বলে ওই তান্ত্রিক। তারপর আর শিশুটিকে ফেরত দেয়নি। পুলিশ তান্ত্রিক সহ ৩ জনকে আটক করেছে।

Share
Published by
News Desk