State

তিস্তার ওপর পেসক সেতুতে বিস্ফোরণ

Published by
News Desk

রাজ্য সরকারকে চিঠি দিয়ে আলোচনা চেয়েছে জিএনএলএফ। মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠক করবেন। তার আগে মোর্চাও পাহাড়ে সর্বদলের ডাক দিয়েছে। এই অবস্থায় শেষ কয়েকদিনে পাহাড়ের জমাট বরফ গলার ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল। আর তার মাঝেই ফের বিস্ফোরণ। এবারও মধ্যরাতে। তিস্তার ওপর পেসক সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগকারী পথ। সেই সেতুর ওপরই গত বৃহস্পতিবার বিস্ফোরণ হয় রাত দেড়টায়। বিস্ফোরণে সেতুর একাংশের বিশাল ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল থেকে পুলিশি নিরাপত্তায় সেতু মেরামতির কাজ শুরু হয়।

এদিকে পেডং জঙ্গল থেকে এক মাও যুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, নেপালের মাওবাদীদের থেকে প্রশিক্ষণ নিতেই পালিয়েছিল সে। পাহাড়ে অচলাবস্থা কাটার পরিস্থিতি তৈরি হওয়ার পর জোর করে অশান্তি জিইয়ে রাখতে একাংশ তৎপর বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Share
Published by
News Desk