State

গড়বেতায় নীল তিমি-র থাবা

Published by
News Desk

কিছুদিন আগেই নাকি তার মোবাইলে একটি লিঙ্ক আসে। তাতে ক্লিক করতেই ব্লু হোয়েল গেমটি নাকি ডাউনলোড হয়ে যায়। তারপর সেই ব্লু হোয়েলের শিকার হয়ে যায় সে। এমনই দাবি করল হাতে ব্লেড দিয়ে কেটে ইংরাজি হরফে এফ ৫৭ লেখা একাদশ শ্রেণির ছাত্রটি।

তার দাবি, এরপর থেকে কিউরেটরের সঙ্গে কথা বলে দৈনন্দিন কাজ করতে থাকে সে। সেই স্তরে ৩-৪ দিন পর হাত কেটে লিখতে হবে এফ ৫৭। সেটাই করে সে। তারপরই বাড়ির লোকের চোখে পড়ে যায় তার অস্বাভাবিক আচরণ। হাতে ব্লেড দিয়ে কেটে লেখা দেখে চমকে ওঠেন তাঁরা। চাপ দিতেই সব কথা খুলে বলে ওই মেধাবী ছাত্র। এলাকায় ভাল ছেলে হিসাবেই পরিচিত সে। তার মাথাও খেল ব্লু হোয়েল।

পুলিশ আসে বাড়িতে। পরিবারের দাবি এসব জানার পরই তারা মোবাইল থেকে ব্লু হোয়েল গেমটি ডিলিট করে দেয়। যদিও পুলিশের দাবি অন্য। পুলিশ মনে করছে ওই ছাত্র ব্লু হোয়েল খেলে নয়, ফেসবুক বন্ধুদের কাছে আরও জনপ্রিয় হতে অন্য বন্ধুদের প্ররোচনায় হাতে ব্লেড চালিয়ে এফ ৫৭ লিখেছিল।

Share
Published by
News Desk