State

মালদহ এখনও জলের তলায়, দুই দিনাজপুরের অবস্থা মন্দের ভাল

Published by
News Desk

মহানন্দা ও গঙ্গার জলে মালদহ এখনও বানভাসি। বহু এলাকা জলের তলায়। ৪০০-র ওপর গ্রাম জলের তলায় চলে গেছে। বৃষ্টি থেমেছে ঠিকই। কিন্তু জল নামার নাম নিচ্ছে না। বরং অনেক জায়গায় জল বেড়েছে! গঙ্গা, মহানন্দা দিয়ে বয়ে আসা অতিরিক্ত জল মালদহের অনেক জায়গাকে এখনও বানভাসি করে রেখেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ত্রাণ শিবিরে কোনওক্রমে মাথা গুঁজেছেন তাঁরা। অনেক এলাকায় এখনও বহু মানুষ আটকে আছেন। তাঁদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, পানীয় জল।

মালদহের অবস্থা যখন ভয়ংকর, তখন দুই দিনাজপুরে জল নামছে। আত্রেয়ী, পুনর্ভবা, কুলিক নদীর জল কমেছে। তবে এখনই সব স্বাভাবিক হয়ে গেছে এমন নয়। জল যে অবস্থার সৃষ্টি করেছে তাতে আরও বেশ কিছুদিন ভুগতে হবে মানুষজনকে। সব স্বাভাবিক হতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা ছাড়া গতি নেই। এদিকে জল কিছুটা নামতে ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।

Share
Published by
News Desk