Categories: State

পুলিশ অফিসারের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা

Published by
News Desk

পুলিশ অফিসারের অনুপস্থিতিতে স্ত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টায় আতঙ্ক ‌ছড়াল বারুইপুরে। বারুইপুরের ১২ নং ওয়ার্ডের একটি বহুতলের চারতলার ফ্ল্যাটে স্ত্রী মৌসুমী বিশ্বাস ও মেয়েকে নিয়ে থাকেন বারুইপুর থানার আধিকারিক স্বপন বিশ্বাস। রবিবার সকালে মেয়েকে নিয়ে বাজার যান তিনি। ফ্ল্যাটে তাঁর স্ত্রী তখন বাড়ির কাজে ব্যস্ত। বাজার থেকে ফ্ল্যাটে ফিরে স্বপনবাবু চমকে ওঠেন। ফ্ল্যাটের দরজা খোলা। বিছানার কাছে পড়ে আছে স্ত্রীর রক্তাক্ত দেহ। স্থানীয় লোকজনই মৌসুমীদেবীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের চেষ্টার মোটিভও খুঁজে দেখা হচ্ছে।

Share
Published by
News Desk