State

বানভাসি ৩ জেলায় জল‌যন্ত্রণা অব্যাহত

Published by
News Desk

আত্রেয়ী, পুনর্ভবা বা কুলিক নদীর জল সামান্য নামলেও ফুঁসছে গঙ্গা, মহানন্দা। ফলে মালদহের বানভাসি চেহারার কোনও উন্নতি সেই অর্থে চোখে পড়ছে না। জলের তলায় বহু গ্রাম। অধিকাংশ এলাকাতেই ভরসা কেবল নৌকা। ত্রাণ শিবির খুলে বানভাসি মানুষজনকে আশ্রয় দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। গঙ্গা বা মহানন্দার জল না নামলে অবস্থার বিশেষ উন্নতির সম্ভাবনা দেখছেন না স্থানীয় বাসিন্দারা।

আশপাশের নদীগুলিতে জল কিছুটা নামলেও দক্ষিণ ও উত্তর দিনাজপুরের বানভাসি পরিস্থিতির বড় একটা উন্নতি হয়নি। এখনও দূরদূরান্ত পর্যন্ত জল আর জল। জলের তলায় চাষজমি, সড়ক, বাড়িঘর। ত্রাণ শিবির বা কোনও উঁচু জায়গা পেলে সেখানেই বাঁশ, ত্রিপল দিয়ে মাথা ঢাকার লড়াই চালাচ্ছেন সকলে। সঙ্গে যুক্ত হয়েছে পানীয় জল ও খাবারের সমস্যা। শিশুদের অবশ্য খাদ্য দুধও অমিল। এনডিআরআফ ত্রাণ পৌঁছে দেওয়ার বা দুর্গত মানুষজনকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন।

Share
Published by
News Desk