State

মালদহে সেচমন্ত্রী, ঘুরে দেখলেন বানভাসি এলাকা

Published by
News Desk

মালদহের পরিস্থিতি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার সেখানে হাজির হন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন বানভাসি এলাকা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বাঁধের অবস্থাও খতিয়ে দেখেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে মন্ত্রী জানান, ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই। যথেষ্ট ত্রাণের বন্দোবস্ত রয়েছে। তাই আর্ত মানুষদের চিন্তার কোনও কারণ নেই।

যেসব জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকেছে সেখানে বাঁধ সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। দ্রুত সেগুলি সারাই করে জল নতুন করে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। নতুন করে আর কোনও জায়গা ভাসবে না বলেই আশ্বস্ত করেছেন মন্ত্রী।

Share
Published by
News Desk