State

ফারাক্কায় গঙ্গা ফুঁসছে, ছাড়া হচ্ছে জল

Published by
News Desk

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদেও বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ফারাক্কায় গঙ্গা বিপদসীমা ছাড়িয়েছে। ফলে লকগেট খুলে দিতে হয়েছে। ১৬টি লকগেট খোলা রয়েছে। যে জল ছাড়া হচ্ছে তার একটা অংশ চলে যাচ্ছে বাংলাদেশে। বাকিটা ফারাক্কার আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জল ঢুকছে। যেভাবে গঙ্গা চেহারা বদলাচ্ছে তাতে আরও অনেক এলাকাও বানভাসি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। অবস্থার দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।

এদিকে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি বীরভূমেও আশঙ্কার মেঘ কাটতে দেয়নি। আরও বৃষ্টি হলে তিলপাড়া, মাসাঞ্জোর বাঁধ থেকে প্রচুর জল ছাড়তে হবে। যা বীরভূমের জন্য কখনই সুখের খবর হবে না।

Share
Published by
News Desk