State

কেবল লাইন চুরির অভিযোগে গ্রেফতার মৃত তৃণমূল নেতার স্ত্রী

Published by
News Desk

শনিবার সকালে বালির তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। নিশ্চিন্দার বাড়ি থেকে তাঁকে এদিন গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে কেবল লাইন চুরি ও ব্যবসায়ীকে হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারায় তাঁকে এদিন গ্রেফতার করেছে পুলিশ।

তবে প্রতিমা দত্তকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবারের লোকজন। পরিবারের দাবি, প্রতিমাদেবীকে ফাঁসানো হচ্ছে। তিনি চক্রান্তের শিকার। প্রসঙ্গত গত শুক্রবার হাওড়া আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রতিমা দত্ত। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়।

Share
Published by
News Desk