State

জনবহুল এলাকায় ইমারতি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

Published by
News Desk

উত্তর ২৪ পরগনার খড়দহে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় গুলি করে হত্যার চেষ্টা হল এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে। বাবন দাস নামে ওই যুবকের পেটে গুলি লাগে। তাঁকে দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আততায়ীদের পিছু ধাওয়া করে ১ জনকে ধরতে সমর্থ হন স্থানীয় বাসিন্দারা। তার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বিটি রোডের ধারে সুখচর রাজা রোডের একটি জায়গায় দাঁড়িয়েছিলেন বাবন দাস। আচমকাই সেখানে হাজির হয় ২ নোংরা পোশাকের ব্যক্তি। তারপর কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁর পেটে গুলি করে ছুট লাগায় তারা। পিছু ধাওয়া করেন পাড়ার লোকজন। ১ জনকে ধরে ফেলেন তাঁরা। অন্যজন পালায়। পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার চেষ্টা করছে।

Share
Published by
News Desk

Recent Posts