State

নয়ানজুলিতে বাস, মৃত ৯

Published by
News Desk

নদিয়ার তেহট্টে নয়ানজুলিতে উল্টে গেল বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহতের সংখ্যা ৮০-র বেশি। বেশ কয়েকজন গুরুতর আহত। পুলিশ সূত্রের খবর, বাসটি কৃষ্ণনগর থেকে করিমপুর যাচ্ছিল। ভিড়ে ঠাসা ছিল বাস। গতিও ছিল যথেষ্ট।

পুলিশের ধারণা, অতিরিক্ত গতি থাকায় ও অন্য বাসের সঙ্গে রেশারেশি করতে গিয়ে প্রয়োজনের সময়ে বাসের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি চালক। ফলে বাসটি সোজা গিয়ে পড়ে রাস্তার ধারের নয়ানজুলিতে। প্রাথমিকভাবে আশপাশের লোকজন উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Share
Published by
News Desk