State

অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি, পেটেই টুকরো ভ্রূণ

Published by
News Desk

স্ত্রী অন্তঃসত্ত্বা। অভিযোগ, এই অবস্থায় স্ত্রীয়ের পাশে থাকা দূরে থাক বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েই ব্যস্ত ছিল স্বামী। তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলেন স্ত্রী। এই প্রশ্ন তোলাই কাল হল তাঁর। অন্য মহিলার সঙ্গে সম্পর্কে আপত্তি তুলে শুরু হয় ঝগড়া।

অভিযোগ সেই ঝগড়ার জেরেই একসময়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের পেটে লাথি কষিয়ে দেয় স্বামী। যন্ত্রণায় লুটিয়ে পড়েন স্ত্রী। দ্রুত তাঁকে মালদহ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দ্রুত গর্ভস্থ ভ্রূণ অপারেশন করে বার করে নেন। দেখা যায় পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে শুধু মৃত্যুই হয়নি, বাবার লাথিতে ভেঙে বেশ কয়েকটা টুকরো হয়ে গেছে ভ্রূণটি।

মালদহের হবিবপুর থানার মাইভিটা গ্রামের এই ঘটনায় সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে।

Share
Published by
News Desk