State

রাস্তায় খুচরো পয়সা ফেলে অভিনব প্রতিবাদ

Published by
News Desk

কয়েক বছর আগে খুচরো পাওয়া যাচ্ছেনা বলে হাহাকার পড়ে গিয়েছিল। এদিন হল ঠিক তার উল্টোটা। খুচরো কেউ নিচ্ছে না বলে অভিযোগ করে রীতিমত পথে নামলেন ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে বাসিন্দা সকলেই। হুগলির তারকেশ্বরের ঘটনা। এদিন সকালে তারকেশ্বর-শ্রীরামপুর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। রাস্তার ওপর ডাঁই করে খুচরো পয়সা ফেলে প্রতিবাদে মুখর হন তাঁরা। তাঁদের দাবি, ব্যাঙ্ক থেকে শুরু করে অটো, রিক্সা কেউ খুচরো নিতে চাইছে না। বাজারে খুচরো এত বেড়েছে যে অনেকেই এখন পকেটের খুচরো দিতে পারলে বাঁচেন। নেওয়া তো দূরের কথা। ফলে সমস্যা দানা বাঁধছে। তারই বহিঃপ্রকাশ ঘটল এদিন।

বিক্ষোভকারীদের দাবি, ব্যাঙ্কও খুচরো ফিরিয়ে দিচ্ছে। প্রশাসনকে জানিয়েও ফল হচ্ছে না। তাহলে তাঁরা খুচরো নিয়ে কোথায় যাবেন? প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর পুলিশ বুঝিয়ে সুঝিয়ে অবরোধে ইতি টানে।

Share
Published by
News Desk