State

ছাত্রকে মেরে কান ফাটিয়ে দিলেন শিক্ষক!

Published by
News Desk

গত বছর থেকেই অসুস্থ সে। ফলে মাঝেমধ্যেই স্কুলে টানা কামাই হয়ে যায়। গত বুধবারও সে প্রায় মাসখানেক পর স্কুলে আসে। সামনের বছর মাধ্যমিক। তাই পরীক্ষাটা মিস করতে চায়নি। পরীক্ষা দিতে বসেও গিয়েছিল।

অভিযোগ সেই সময় খবর পেয়ে নদিয়ার রাণাঘাটের ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রটিকে কান ধরে টেনে হলের বাইরে নিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক। তারপর এভাবে মাসের পর মাস কামাইয়ের শাস্তি হিসাবে তাকে জানিয়ে দেন কোনওভাবেই সে এই পরীক্ষায় বসতে পারবে না। অভিযোগ এরপর ছাত্রটিকে কানে সজোরে থাপ্পড়ও কষান তিনি।

হেডস্যারের মারে কান থেকে রক্ত বেরিয়ে আসে। বেগতিক বুঝে তখনই ছাত্রটিকে কাছের এক চিকিৎসককে দেখিয়ে ওষুধ দিয়ে অভিভাবকদের ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে স্কুল। কিন্তু বাড়িতে অবস্থার অবনতি হওয়ায় পরে ওই ছাত্রকে নদিয়ার জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। পরে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk