State

অশান্ত ভাঙড়, গুলিবিদ্ধ তৃণমূল নেতা

Published by
News Desk

ফের অশান্ত ভাঙড়। একসময়ে ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়িতে এদিন একটি বৈঠক ছিল। অভিযোগ বৈঠক সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আশিকুর রহমান। তাঁর মাথায় গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় তৃণমূলের দাবি, গুলি আসে মাছিভাঙার দিক থেকে। এই গুলি চালনার পিছনে জমি, জীবিকা রক্ষা কমিটির সদস্যরা রয়েছে বলেও দাবি করেছে তারা। অর্থাৎ তৃণমূলের তির মাওবাদীদের দিকে। যদিও মাওবাদীরা পাল্টা দাবি করেছে, এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Share
Published by
News Desk