State

ডুয়ার্সেও শুরু মোর্চার আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Published by
News Desk

ক্রমশ পাহাড় ছেড়ে সমতলে আন্দোলনের আগুন ছড়িয়ে দিতে চাইছে মোর্চা। গত শনিবার সুকনার পর রবিবার সকালে আলিপুরদুয়ারে পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়লেন মোর্চা সমর্থকেরা। এদিন সকালে একটি মিছিল ঘিরে সংঘর্ষের সূত্রপাত। মোর্চার তাণ্ডব এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাতেও সামাল দিতে না পেরে রবার বুলেট ছোঁড়ে পুলিশ।

যদিও মোর্চার দাবি রবার বুলেট নয়, বুলেটই ছুঁড়েছে পুলিশ। ফলে এবার পাহাড় ছেড়ে মোর্চা তাদের আন্দোলনকে ডুয়ার্সেও ছড়িয়ে দিতে চাইছে। তবে এটা মোর্চার শীর্ষ নেতৃত্বের কথায় কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। গত শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী নিজেই দাবি করেন মোর্চা নেতৃত্বের হাত থেকে আন্দোলন বেরিয়ে গেছে। নেতাদের কথাই নিচুতলা শুনছে না।

Share
Published by
News Desk