State

বৃষ্টি কমলেও ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়াচ্ছে চিন্তা, জলে ভাসছে পশ্চিমাঞ্চল

বৃষ্টি কমেছে। নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে। তবু জল‌যন্ত্রণা থেকে রেহাই পেলনা রাজ্যের একটা বড় অংশ। উল্টে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের মানুষকে। পশ্চিমাঞ্চলের প্রায় সব নদনদীর জল বাড়ছে। বানভাসি বিভিন্ন এলাকা। একাধিক জলাধার থেকে জল ছাড়ায় ক্রমশ অবস্থা ভয়ংকর চেহারা নিচ্ছে।

বাঁকুড়ায় গত রাতে প্রবল বৃষ্টি হয়েছে। তারসঙ্গে বিভিন্ন জলাধারের জল। সব মিলিয়ে বাঁকুড়ার অনেক এলাকা জলের তলায়। অনেক গ্রাম জলে ভাসছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় অবস্থা ভাল হওয়া দূরে থাক ক্রমশ খারাপ হচ্ছে। অনেক এলাকায় নৌকাই ভরসা। আস্ত গ্রাম, সড়ক দেখে মনে হচ্ছে অতিকায় নদী।

জল জমেছে মুর্শিদাবাদের কান্দিতেও। কান্দির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কান্দির সুনাম হল এখানকার ফসল। কিছুদিন আগেই ধানবপন করা হয়েছে। সেসব এখন জলের তলায়। কোনটা নদী, কোনটা চাষজমি কিছু আলাদা করার উপায় নেই।

হুগলির জুবিলি পার্ক এলাকায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে গিয়েছে। সকাল থেকেই জল ঢুকছে আরামবাগ, খানাকুলে। বালির বস্তা ফেলে জল রোখার চেষ্টা চালাচ্ছে পুরসভা। কিন্তু যদি সত্যিই এই জল রোখা না যায় তবে আরামবাগ, খানাকুল সহ বিশাল এলাকা জলের তলায় চলে যাবে। এদিকে উদয়নারায়ণপুর সহ আশপাশের এলাকায় জল ঢুকতে শুরু করেছে।

বীরভূমে গত মঙ্গলবার বৃষ্টি তেমন হয়নি। ফলে কুয়ে, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী সহ প্রায় সব নদীর জল নামতে শুরু করেছিল। কিন্তু ফের একদিনের ব্যবধানে ছবিটা গেল বদলে। বুধবার থেকে ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে জল ঢোকায় সব নদী ফের ফুঁসছে। দুকুল ছাপিয়ে জল ঢুকছে শহরে-গ্রামে। ফের বানভাসি কঙ্কালীতলা মন্দির।

পশ্চিম মেদিনীপুরের নন্দনপুরের দাসপুরে খালের জল গ্রামে ঢুকে পড়ায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এখানকার নদীগুলিও ফুঁসছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেরও বিস্তীর্ণ এলাকা বানভাসি। তারমধ্যেই ডিভিসি জল ছাড়ায় অবস্থা আরও শোচনীয় চেহারা নিচ্ছে।

গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়েছে। নামানো হয়েছে নৌকাও।

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025