State

জামুরিয়ায় ধস, জ্বলছে ভূগর্ভ

Published by
News Desk

পশ্চিম বর্ধমানের জামুরিয়া খনি এলাকা হিসাবে পরিচিত। প্রায়শই এখানে ধস নামার খবর পাওয়া যায়। একটানা বৃষ্টিতে জামুরিয়ার মাটি নরম হয়ে এদিন সকালে ধস নামে। একটা বড় অংশে ধস নামার পর সেখান থেকে আগুন ও কালো ধোঁয়া বার হতে দেখে আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

শনিবার থেকেই ধিকিধিকি জ্বলছিল আগুন। একটানা বৃষ্টি সেই পরিস্থিতিকে আরও ঘোরাল করে তুলল। আগুনে অনেক বাড়িতে ফাটল দেখা যায়। অনেকগুলি পরিবারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। এদিকে আগুন আর ধোঁয়া প্রায় সারাদিনই বার হয়েছে।

Share
Published by
News Desk