State

জল না ছেড়ে উপায় নেই, জানিয়ে দিল ডিভিসি

Published by
News Desk

রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই জল ছেড়েছে ডিভিসি। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারে এই অভিযোগ সামনে আসার পর এদিন চিঠি লিখে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের অপারগতার কথা জানিয়েছে ডিভিসি। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে জলাধারগুলিতে জল বেড়েছে। এই অবস্থায় রাজ্য সরকারের অনুরোধ মানা তাদের পক্ষে সম্ভব নয়। জল না ছেড়ে তাদের উপায় নেই বলেই জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।

এদিন বরাকর নদীর ওপর তৈরি মাইথন ড্যাম থেকে ২৫ হাজার কিউসেক, দামোদরের ওপর পাঞ্চেত ড্যাম থেকে ২৩ হাজার কিউসেক, দামোদরের তেনুঘাট ড্যাম থেকে ৭৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়া হয়েছে গালুডিহি ড্যাম থেকেও। এছাড়া দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যার জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলের অনেক জেলা জলমগ্ন।

Share
Published by
News Desk