State

মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ

Published by
News Desk

ফের বাঘের পেটে গেল মানুষ। সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের পেটে যাওয়ার ঘটনা নতুন নয়। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দোবাঁকিতে। এখানে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন মৎস্যজীবীরা। এদিন এক মৎস্যজীবী সেই জাল ফেলার কাজ করছিলেন। সেই সময়েই জঙ্গলের মধ্যে থেকে এসে তাঁকে টেনে নিয়ে যায় বাঘ। ঘটনায় এলাকায় বাঘের আতঙ্ক নতুন করে ছড়িয়েছে।

সুন্দরবনে মধু সংগ্রহে বা মাছ ধরতে যাওয়ার সময় যথেষ্ট সতর্কতা নেন মৎস্যজীবী বা মধু সংগ্রহকারীরা। জানেন কোথায় বাঘ আছে। কোথায় কীভাবে গেলে ভাল হয়। তবু ফি বছর বাঘের পেটে যাওয়ার ঘটনা ঘটে। এদিনের ঘটনা তারই এক উদাহরণ।

Share
Published by
News Desk

Recent Posts