State

জল থৈথৈ ৫ জেলা, নাগাড়ে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত

Published by
News Desk

ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জোড়া দাপটে দক্ষিণবঙ্গের মুখ অন্ধকার। একটানা বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি আরও ২ দিন চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারের আগে আবহাওয়ার উন্নতির আশা কম বলেই জানানো হয়েছে। ফলে বৃষ্টি আরও বাড়বে। সমস্যা বাড়বে আমজনতার।

ইতিমধ্যেই বানভাসি বীরভূম। বীরভূমের অনেক নদীই ফুঁসছে। কোপাই, ময়ূরাক্ষীর জল বিপদসীমার ওপর উঠে গেছে। ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা লাভপুরের। কুয়ে নদীর জল ঢুকে জলমগ্ন গোটা এলাকা। এখানে বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম নতুন করে বানভাসি।

খারাপ অবস্থা পশ্চিম মেদিনীপুরেরও। কেশপুর, চন্দ্রকোণা জলের তলায় চলে গেছে। একই অবস্থা ক্ষীরপাইয়েরও। শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল-চন্দ্রকোণা রোড বন্ধ হয়ে গেছে। কাঁসাই নদীও ফুঁসছে। বহু মানুষ সমস্যায় পড়েছেন। এদিকে পূর্ব মেদিনীপুরের এগরা, পাঁশকুড়া, কাঁথিও জলমগ্ন। দিঘায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে প্রশাসন। সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় নাগাড়ে বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে। মাথায় হাত পড়েছে কৃষকদের। বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাও। সারা দিন বৃষ্টি হয়েই চলেছে। তবে বৃষ্টির তেজ বেশি না হওয়ায় জল কোথাও তেমন জমেনি। তবে কলকাতার কিছু কিছু এলাকা জলের তলায় চলে গেছে।

Share

Recent Posts