State

রিমোটের পর হেডফোন, আত্মঘাতী আর এক দিদি

Published by
News Desk

কে হেডফোন নেবে। তাই নিয়ে ভাইয়ের সঙ্গে দিদির লড়াই। আর তার জেরেই ভাইয়ের ওপর রাগ করে আত্মঘাতী কলেজ পড়ুয়া ‘দিদি’। ঘটনায় হতবাক বারুইপুরের বৈদ্যপাড়া। ভাই-বোনে খুনসুটি আদি অনন্তকাল ধরে চলে আসছে।

বাবা-মায়েরা ছেলেমেয়ের খুনসুটিতে বকেনও আবার আত্মীয় বন্ধুর কাছে খুনসুটির কাণ্ডকারখানা গল্পের ছলে বলেনও। কিন্তু সেই খুনসুটিই ক্রমশ প্রাণঘাতী আকার নিচ্ছে! রাজ্যের দুই কোণায় পরপর ঘটা ২টি ঘটনা যার জ্বলন্ত প্রমাণ।

গত শনিবার জলপাইগুড়ির ধূপগুড়ির পূর্ব বরাবরি এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী জারিনা পরভিন বাড়ি ফিরে দেখে ভাই কার্টুন চ্যানেল দেখছে। জারিনা তার কাছ থেকে রিমোট নিয়ে চায় গানের চ্যানেলে ঘোরাতে। তা নিয়ে দুই ভাইবোনে ঝগড়া।

পরে বাবা-মা বাড়ি ফিরে সব শুনে দিদি জারিনাকে বকাবকি করেন। তারপরই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হেডফোন নিয়ে ঝগড়ায়। সেই ভাইয়ের সঙ্গে দিদির। আর ঠিক একইভাবে কলেজ পড়ুয়া দিদি আত্মঘাতী হল।

Share
Published by
News Desk

Recent Posts